
.
যারা অনার্সে পড়েন অথবা মাস্টার্স শেষ, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু কিভাবে বিসিএস প্রস্তুতি শুরু করবেন তা বুঝতে পারছেন না, তারা প্রথমে নিজেই নিজেকে জিজ্ঞেস করুন- আপনি কোন বিষয়ে দুর্বল। আপনার কাছে সবচেয়ে কঠিন যে বিষয়টা/বিষয়গুলো মনে হয় সেই বিষয় দিয়ে শুরু করুন।
আমি দেখেছি বাংলাদেশের অধিকাংশ চাকরিপ্রত্যাশী English এবং Math-এ দুর্বল। আবার এর পরের স্থানে আছে বাংলা কিংবা বিজ্ঞানের মতো বিষয়গুলো। আপনি যদি গণিতে দুর্বল হন আগে গণিতের একটি চার্ট কিনে প্রতিদিন ২/৩টা করে বেসিক সূত্রগুলো মুখস্থ করে ফেলুন। দৈনিক ২-৩টার বেশি সূত্র পড়বেন না। কারণ একসঙ্গে বেশি সূত্র পড়লে ভালো মনে থাকবে না। যদি নিয়মিত এভাবে পড়েন, দেখবেন ১-২ মাসের মধ্যে আপনার সব সূত্র মুখস্থ হয়ে গেছে। এর পাশাপাশি দৈনিক রুটিনে পঞ্চম শেণি হতে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের অঙ্কগুলো করে ফেলুন। গণিতে ভালো করার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। তারপর বিসিএস প্রিলিতে আসা বিগত সালের গণিতের প্রশ্নগুলো সমাধান করে ফেলুন (প্রয়োজনে অভিজ্ঞদের সাহায্য নিন কিংবা গ্রুপ স্টাডি করুন)।
এবার আসা যাক শিক্ষার্থীদের প্রধান সমস্যা ইংরেজি বিষয়ে আলোকপাত করা যাক। ইংরেজির জন্য বলব আপনি একটা বেসিক ইংলিশ বই শেষ করুন (যেমন Advance Learners’ Functional English, Applied English Grammar and Composition বইগুলো শেষ করুন বিসিএস প্রিলি সিলেবাস অনুযায়ী। তবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে দুটি গণিত সূত্র মুখস্থ করার সঙ্গে সঙ্গে ইংরেজি বিষয়ের Vocabulary থেকে ৫-৬টি শব্দ মুখস্থ করুন। Vocabulary পড়ার সময় একটু শব্দ করে পড়বেন এবং খাতায় বারবার লিখবেন তা হলে মনে থাকবে বেশি দিন। অনেকে আবার বলতে পারেন, Vocabulary পড়ি কিন্তু মনে থাকে না, কি করব?
তারা যখন প্রথমবার Word Meaning পড়বেন, তখন মনে করবেন প্রথম কিছু মনে থাকবে না। তারপর পড়ুন কিছু মনে থাকবে, আবার পড়ুন ক্রমান্বয়ে মনে থাকার পরিমাণ বাড়বে। Vocabulary বইয়ের মধ্যকার শুধু বড় বড় শব্দগুলো পড়বেন বাংলা অর্থসহ, তারপর সাথে Synonym পড়বেন, তৃতীয়বার মূল শব্দের সাথে Antonym পড়বেন। চতুর্থবার মুল শব্দের সঙ্গে Synonym এবং Antonym মিলেয়ে পড়বেন। এভাবে পড়লে Effective হবে। তা ছাড়া, আপনি দৈনিক একটি ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন।
বি. দ্র. আপনি যেসব বিষয়ে দুর্বল তা দিয়ে শুরু করার পর আপনি যখন দেখবেন যে- আপনি আর কোনো বিষয়ে দুর্বল নন, তখন আপনার মনোবল ও আত্মবিশ্বাস অনেকগুণ বেড়ে যাবে। আর মনে রাখবেন বিসিএস হলো মনোবল ও আত্মবিশ্বাসের পরীক্ষা। যার মনোবল ও আত্মবিশ্বাস যত বেশি সে তত দ্রুতই সফল হবে ইনশাআল্লাহ!
চাকরি বাজার ডেস্ক