ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

স্বপ্ন ব্যাংকে চাকরি, যেভাবে নেবেন প্রস্তুতি 

প্রকাশিত: ১৩:৩২, ১৫ নভেম্বর ২০২৩

স্বপ্ন ব্যাংকে চাকরি, যেভাবে নেবেন প্রস্তুতি 

ব্যাংকে চাকরি

বর্তমান সময়ে তরুণদের মাঝে স্মার্ট পেশা হিসেবে ব্যাংক এর চাকরিকে বেঁছে নেয়ার প্রবণতা অনেক বেশি বেড়েছে। সামাজিক মর্যাদা, পেনশনের ব্যবস্থা, নিয়মমাফিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ছাড়াও রয়েছে হাউস লোন, গাড়ির লোনসহ সপ্তাহে ২ দিন ছুটি, অন্যান্য চাকরি থেকে বেশি নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তাসহ বেশ কিছু কারণে তরুণ প্রজন্মের এই ঝোঁক ব্যাংক এর চাকরির প্রতি 

আর পড়ুন : বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু  নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে ৬১টি ব্যাংক রয়েছে। যোগ হচ্ছে আরো নতুন নতুন ব্যাংক। আর এসব ব্যাংকের দেশব্যাপী অসংখ্য শাখা রয়েছে। দিন দিন ব্যাংকগুলোর শাখা ও কার্যক্রম বাড়ছে। এই বিশাল কর্মযজ্ঞে দেশের উল্লেখযোগ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে। তাই ব্যাংক সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে ছাত্রজীবনটা খুব গুরুত্বপূর্ণ। এ সময়টা কাজে লাগাতে হবে।মূলত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়।

চলুন দেখে নেই ব্যাংকে চাকরি পেতে যে-সব বিষয়গুলো পড়তে হবে

গণিত
ব্যাংকে চাকরির ক্ষেত্রে গণিতে ভালো করার বিকল্প নেই। তাই শুরু থেকেই গণিতে জোর দিতে হবে। শুরুটা করতে হবে প্রাইমারি লেভেল থেকে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই সমাধান করতে হবে। এছাড়াও বাজারে চাকরি পরীক্ষার জন্য নানা ধরনের গণিত বই পাওয়া যায়। সেসব বইয়ের সমাধান করতে পারলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।

ইংরেজি
ইংরেজিতে ভালো করতে চাইলে ব্যাকরণে ভালো ধারণা থাকতে হবে। লিখিত পরীক্ষায় সাধারণত Synonyms, Antonyms, Analogy, Fill in the blanks, Sentence correction, Sentence convert/change ইত্যাদি টপিক থেকে প্রশ্ন থাকে। এসব বিষয় চর্চার জন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় যে-সব প্রশ্ন এসেছে, সেগুলো ভালোভাবে পড়তে হবে। সেই সঙ্গে  বাজারের বিভিন্ন বই ফলো করা যেতে পারে। 

বাংলা
ব্যাংকের লিখিত পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে। যেমন বাংলায় বানান বা বাক্য বিশুদ্ধীকরণ, প্রবাদ প্রবচন, বাগধারা, সন্ধি, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসতে পারে। তাই ব্যাকরণে ভালো করতে চাইলে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই বেশ কাজে আসবে। এর পাশাপাশি বাংলার বিভিন্ন নিয়োগ গাইড ফলো করা যেতে পারে। বিগত দিনে ব্যাংকের লিখিত পরীক্ষায় বাংলা অংশের সমাধান আগে থেকে করে রাখলে বাংলায় ভালো করা সম্ভব।

আইসিটি
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে গতানুগতিক ও সাধারণ প্রশ্নই থাকে। এ জন্য কম্পিউটার প্রযুক্তির জন্য বাজারের যেকোনো বই আদ্যোপান্ত ভালোভাবে পড়ার পাশাপাশি দৈনিক/অনলাইন পত্রিকার টেক বা প্রযুক্তি পাতা নিয়মিত পড়লে তা ফলপ্রসূ হয়। সেইসঙ্গে বিভিন্ন ব্যাংকের বিগত দিনে পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন। 

সাধারণ জ্ঞান

সাধারণত, সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি মিলিয়ে প্রশ্ন থাকে। এ অংশে ভালো করতে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিতে হবে। তবে সাধারণ জ্ঞানে ভালো করতে হলে সমসাময়িক বিষয়গুলো জানা থাকতে হবে। ভালো মানের বই ছাড়াও নিয়মিত পত্রিকা পড়া, বেতার-টেলিভিশনের সংবাদ শোনার অভ্যাস করতে হবে। পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স-বিষয়ক ম্যাগাজিনগুলোও পড়তে হবে।

এবি 

×