
জাকারবার্গ
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তৃতীয়বারের মতো বাবা হতে চলছেন। সম্প্রতি জাকারবার্গ তার ফেসবুক পেজে দেয়া পোস্টে জানান, স্ত্রী প্রিসিলা চ্যান অন্তঃসত্ত্বা। তাদের তৃতীয় সন্তান আসছে। জাকারবার্গ আরও লিখেছেন, ‘অনেক ভালবাসা। এ খবর জানাতে পেরে আনন্দিত যে ম্যাক্সিমা ও আগস্ট আগামী বছর একজন বোন পাচ্ছে।’ জাকারবার্গ (৩৮) ও চ্যান (৩৭) দম্পতির দুটি কন্যাসন্তান আছে। বড় মেয়ের নাম ম্যাক্সিমা। তার জন্ম ২০১৫ সালে। দ্বিতীয় মেয়ের নাম আগস্ট। তার জন্ম ২০১৭ সালে। - এনডিটিভি