
ওজলেম ইলমাজ
তুরস্কের সামরিক বাহিনীতে প্রথম একজন নারীকে ব্রিগেডিয়ার জেনারেল পদে নিয়োগ করা হয়েছে। তুরস্কের ইতিহাসে প্রথম ওই নারী জেনারেলের নাম ওজলেম ইলমাজ। চলতি সপ্তাহে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, তুর্কী সেনাবাহিনীর প্রথম নারী জেনারেল হিসেবে ওজলেম ইলমাজকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে আরেক তুর্কী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, গত শনিবার ওজলেম ইলমাজকে তুরস্কের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়। -টিআরটি ওয়ার্ল্ড