ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

পবিত্র কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়

প্রকাশিত: ১৫:৪৫, ২৮ জুলাই ২০২৫

পবিত্র কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়

ছবি: সংগৃহীত।

ইসলামের পবিত্রতম স্থান, মহান কাবা। লাখো মুসলমান যেখানে একত্রিত হন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু এবার ঠিক সেই পবিত্র কাবার পাশেই এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলেন এক হজযাত্রী।

মক্কার গ্র্যান্ড মসজিদের ভেতরে, কাবা শরিফের সামনে দাঁড়িয়ে তিনি হাতে তুললেন ফিলিস্তিনের পতাকা—জর্জরিত গাজার শিশুদের প্রতি সহানুভূতির বার্তা দিতে। আর এতেই বিপদ। সৌদি নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরে, আটক করে নিয়ে যায়। সেই মুহূর্তে হজযাত্রীর কণ্ঠ কাঁপছিল কান্নায়—তিনি বলছিলেন, "ও ইসলাম... গাজার শিশুরা মারা যাচ্ছে!"

এই হৃদয়বিদারক ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হয় মুসলিম দুনিয়ায়। মুসলমানদের হৃদয়ে প্রশ্ন জাগে—ইসলামের ঘরে কি মুসলিম সংহতির আওয়াজ তোলা অপরাধ?

সৌদি কর্তৃপক্ষ জানায়—হজ ও ওমরার সময় কোনো রাজনৈতিক প্রতীক, স্লোগান বা পতাকা বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর মাধ্যমে তারা ইবাদতের পবিত্রতা বজায় রাখতে চায়।

কিন্তু সমালোচকদের বক্তব্য ভিন্ন। তারা বলছেন, এই নিয়ম আসলে মুসলিম বিশ্বে ফিলিস্তিনের প্রতি সংহতিকে স্তব্ধ করার একটি কৌশল। কারণ এর আগেও ২০২৩ সালে এক ব্রিটিশ হজযাত্রীকে ফিলিস্তিনি পতাকার রঙের কেফিয়েহ (আরব স্কার্ফ) পরার অপরাধে আটক করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সৌদি সরকারের এই কঠোর পদক্ষেপ আসলে পশ্চিমাপন্থী নীতিরই প্রতিফলন। বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ফিলিস্তিন ইস্যুতে সৌদি সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ করলেও অনেক সৌদি নাগরিক গ্রেপ্তার হয়েছেন, বিশেষ করে যারা ইসরায়েলবিরোধী অবস্থান নিয়েছেন।

নুসরাত

×