ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিছানায় পড়া নেতানিয়াহু, যায় যায় অবস্থা

প্রকাশিত: ০৮:৫৮, ২২ জুলাই ২০২৫

বিছানায় পড়া নেতানিয়াহু, যায় যায় অবস্থা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে বিশ্বজুড়ে অভিশাপ কুড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ ফিলিস্তিনিদের জন্য পরিচালিত ত্রাণ শিবিরেও হামলা চালিয়ে বহু মানুষকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণে বাধ্য করেছেন মধ্যপ্রাচ্যের এই দখলদার। এমনকি ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের দিকেও মরিচের গুঁড়া ছুঁড়েছে ইসরায়েলি সেনারা। এই বর্বরতা তাকে রাজনীতির মঞ্চেও অনিশ্চিত অবস্থানে ঠেলে দিয়েছে।

সব মিলিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক ও আন্তর্জাতিক অবস্থান যেমন নড়বড়ে, তেমনি এর প্রভাব পড়েছে তার ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্যের ওপরও। সর্বশেষ পচা ও বাসি খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

রোববার (২১ জুলাই) নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রী। দ্রুত চিকিৎসা সেবা দিতে হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক তার বাসায় পৌঁছান। চিকিৎসকরা জানিয়েছেন, নেতানিয়াহুর পানিশূন্যতা হয়েছে এবং তার অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। বর্তমানে তিনি তরল খাবার গ্রহণ করছেন এবং বিশ্রামে আছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী তিনদিন বাসা থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন নেতানিয়াহু। এরইমধ্যে রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেননি তিনি। তখনই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।

চিকিৎসকদের মতে, নষ্ট খাবার খাওয়ার কারণেই তার অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে এবং শরীরে তীব্র পানিশূন্যতা দেখা দিয়েছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে দুর্নীতির মামলার শুনানিও আপাতত স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় ৫ সেপ্টেম্বরের আগে কোনো শুনানির সম্ভাবনা নেই।

স্বাস্থ্যঝুঁকির দিক থেকেও সাম্প্রতিক বছরগুলোতে নেতানিয়াহু বারবার সমস্যায় পড়েছেন। ২০২৩ সালে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় তার শরীরে পেসমেকার বসানো হয়। একই বছর পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। ২০২৪ সালের মার্চে হারনিয়া অপারেশন হয় এবং ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করান। চলতি বছরের মার্চ মাসেই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন কাজে অনুপস্থিত ছিলেন এই যুদ্ধপ্রবণ প্রধানমন্ত্রী।

বর্তমান পরিস্থিতিতে গাজায় চলমান আগ্রাসনের কারণে কেবল মুসলিম রাষ্ট্রই নয়, পশ্চিমা দেশগুলোও নেতানিয়াহুর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একের পর এক নিষেধাজ্ঞার খড়্গ নামছে ইসরায়েলের ওপর। এই আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক সংকটের প্রভাব নেতানিয়াহুর শরীরেও পড়ছে মারাত্মকভাবে।

শেখ ফরিদ 

×