
ইরানে আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট করে বলেছেন, এবার আঘাত হবে আগের চেয়ে শক্তিশালী। বৃহস্পতিবার ইসরায়েলি বিমানবাহিনীর এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, অনুষ্ঠানে কাৎজ বলেন, ‘আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইসফাহান যেকোনো জায়গায় পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে হয়, এবার আরও বেশি শক্তি নিয়ে ফিরব।’
উল্লেখ্য, গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ২১ জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪ জুন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগের শেষ নেই। তাদের দাবি, তেহরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান তা অস্বীকার করে বলছে, প্রকল্পগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।
এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও ইরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে ইসরায়েল। এগুলো থেকে পরমাণু বোমা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তেলআভিভ।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে আবার আগ্রাসন চালানো হলে তার জবাব আরও শক্ত হাতে দেওয়া হবে।’
মিমিয়া