ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

তাইওয়ানে সামরিক মহড়া, যুক্তরাষ্ট্রের দেয়া ট্যাংক দিয়ে শক্তিমত্তা দেখালো তাইওয়ান

প্রকাশিত: ১৭:৫২, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৫৩, ১০ জুলাই ২০২৫

তাইওয়ানে সামরিক মহড়া, যুক্তরাষ্ট্রের দেয়া ট্যাংক দিয়ে শক্তিমত্তা দেখালো তাইওয়ান

ছবি:সংগৃহীত

মিত্র যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এম১এ২ এব্রামস ট্যাংক দিয়ে বৃহস্পতিবার এক সামরিক মহড়ায় শক্তিমত্তা প্রদর্শন করেছে তাইওয়ান। আধুনিক যুদ্ধক্ষেত্রে অন্যতম উন্নত এই ট্যাংকগুলো প্রথমবারের মতো সরাসরি মহড়ায় অংশ নেয়।

মহড়ায় অংশ নেয় চারটি এম১এ২ মডেলের এব্রামস ট্যাংক, যেগুলো যুদ্ধক্ষেত্রে নানাবিধ সক্ষমতা প্রদর্শন করে। মহড়াস্থলে সরাসরি উপস্থিত থেকে পরিস্থিতি পরিদর্শন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে।

জেনারেল ডায়নামিকস ল্যান্ড সিস্টেমস নির্মিত এই যুদ্ধযানগুলোকে বিশ্বের সর্বাধুনিক ট্যাংকের মধ্যে গণ্য করা হয়। উচ্চগতির মোবিলিটি, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী ফায়ার পাওয়ারের জন্য এম১এ২ এব্রামস বরাবরই বিশেষ সুনাম অর্জন করেছে। প্রতিটি ট্যাংকের আনুমানিক মূল্য সাড়ে আট মিলিয়ন ডলার।

উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে হওয়া একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় ১০৮টি এম১এ২ এব্রামস ট্যাংক বিক্রির অনুমোদন দেয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে এসব ট্যাংক তাইওয়ানে সরবরাহ করা হচ্ছে।

এই মহড়া তাইওয়ানের প্রতিরক্ষা প্রস্তুতি ও আন্তর্জাতিক অংশীদারিত্বে প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

 
 

মারিয়া

×