ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের রাজধানী নয়াদিল্লি!

প্রকাশিত: ১০:০৭, ১০ জুলাই ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের রাজধানী নয়াদিল্লি!

ছ‌বি: প্রতীকী

ভারতের রাজধানী নয়াদিল্লি -সহ উত্তর ভারতের একাধিক এলাকায় বৃহস্পতিবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪.৪ মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিলো হরিয়ানার ঝাজ্জর এলাকায়।

ভূমিকম্পের সময় দিল্লি, নয়ডা, গুরগাঁও, ফারিদাবাদসহ আশপাশের শহরগুলোতে ভবন কেঁপে ওঠে। এতে আতঙ্কে অনেক মানুষ বাড়িঘর ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূমির ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।

এই কম্পন উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এম.কে.

×