
ছবি আলজাজিরা
দখলীকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিষয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ বিশ্ব অর্থনীতিকে কিছু নৈতিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ৪৮টি কোম্পানিকে বয়কটের আহ্বান জানিয়েছেন।
আলবানিজ বলেন, “এই প্রতিবেদন বিশ্ববাজারের জন্য কোনো হুমকি নয়। আমি বাজারের অবসান চাই না, আমি চাই বাজার কিছু নিয়ম মেনে চলুক।” আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যখন কোনো রাষ্ট্র প্রাপ্তবয়স্ক, শিশু এমনকি নবজাতকদের হত্যা, জখম বা অনাহারে রাখার মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন সেটি একটি স্পষ্ট রেড লাইন অতিক্রম করে।”
ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেন, ইসরায়েলের গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখল থেকে ৪৮টি কোম্পানি আর্থিকভাবে লাভবান হয়েছে। এসব কোম্পানি ইসরায়েলি সামরিক বাহিনীকে সরঞ্জাম সরবরাহ করছে বা ইসরায়েলি সরকারি বন্ড কিনছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২২ মাস ধরে চলমান এই যুদ্ধের মধ্যে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ বারবার ঘরছাড়া হয়েছেন। বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল ও স্কুলগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গাজা উপত্যকার ৮৫ শতাংশ অঞ্চল বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আলবানিজ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং দায়বদ্ধতা নিশ্চিত করা হোক।
শেখ ফরিদ