ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াই ড্রোনের পরে এবার নিজের তৈরি বিমান উড়ালো যুবক

প্রকাশিত: ১৫:৫১, ৬ জুলাই ২০২৫

প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াই ড্রোনের পরে এবার নিজের তৈরি বিমান উড়ালো যুবক

ছবি: সংগৃহীত

স্কুল মাঠে হঠাৎ করেই আকাশে উড়তে দেখা গেল একটি ছোট প্লেন। কেউ ভাবতে পারেনি—এটি কোনও খেলনা নয়, বরং সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় তৈরি একটি আসল উড়ন্ত বিমান। আর এই বিস্ময়কর উদ্ভাবনের নেপথ্যে রয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাকিবুল হাসান অংকন।

ইতিপূর্বে ড্রোন তৈরি করে চমক দেখানো অংকন এবার নিজ হাতে বানিয়েছেন একটি ফ্লাইং প্লেন। চার মাস ধরে প্রতিদিন ৪ থেকে ৬ ঘণ্টা সময় দিয়ে নানা উপকরণ সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রস্তুত করেছেন এই বিমানটি। ব্যবহার করেছেন পুরনো ড্রোনের মোটর, সার্ভো মোটর, প্রোপেলার, কন্ট্রোলার, হার্ডবোর্ড, ককশিট ও ২২০০ এমএএইচ ব্যাটারি।

অংকন বলেন, ‘ড্রোন বানানোর পর মনে প্রশ্ন আসে—প্লেন কীভাবে উড়ে? জানতে শুরু করি ইঞ্জিন, এলিভেটর ও এলেরনের কাজ। এরপর নিজেই ফ্রেম তৈরি করে, ধাপে ধাপে প্লেনের বিভিন্ন কার্যক্ষমতা বাস্তবায়ন করি।’

তাঁর প্রথম দুটি প্লেন ব্যর্থ হলেও হাল ছাড়েননি। অংকনের ভাষায়, ‘প্রথমটা একদমই উড়ল না, দ্বিতীয়টা কিছুদূর গিয়ে ভেঙে পড়ে। বুঝলাম, চেষ্টা করলে পারা যাবে। এরপর তৃতীয়বার বড় মাপের প্লেন তৈরি করি। এবার সফল উড্ডয়ন ঘটে।’

এলাকাবাসীও গর্বিত তাদের গ্রামের এই প্রতিভাবান ছেলেকে নিয়ে। কেউ বলছেন, তার প্লেন দেখে আমরা মুগ্ধ, অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসছে তা দেখতে। অন্যজন বলছেন, ছেলেটি ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স নিয়ে আগ্রহী। এবার তার তৈরি প্লেন আকাশে উড়তে দেখে মনে হচ্ছে, সঠিক দিকনির্দেশনা ও সরকারি সহায়তা পেলে সে দেশকে কিছু দিতে পারবে।

অংকনের স্বপ্ন, ভবিষ্যতে প্রযুক্তিখাতে কাজ করা এবং দেশকে উপহার দেওয়া এমন কিছু, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে গর্বিত করবে। তবে বড় পরিসরে কাজ করতে চাইলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণ। গ্রামের অংকন আজ প্রমাণ করলেন—প্রতিভা আর অধ্যবসায় থাকলে মফস্বলের তরুণেরাও আকাশ ছুঁতে পারে।

 

 

সূত্র: https://www.facebook.com/share/v/1EzZYS2zyu/

রাকিব

×