ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রের দেখাদেখি যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

প্রকাশিত: ২১:০৪, ৩ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের দেখাদেখি যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত।

সম্প্রতি ইরানের গোপন পরমাণু স্থাপনায় ভয়ংকর বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভূগর্ভে সুরক্ষিত ওই তিনটি স্থাপনাকে গুঁড়িয়ে দেওয়া হয় কথিত 'বাংকার বাস্টার' বোমার মাধ্যমে। এই ঘটনার মধ্য দিয়ে আপাতত ইরান-ইসরায়েল সংঘাতে এক বিরতির সূচনা হয়।

আর এবার সেই মার্কিন প্রযুক্তির পথেই হাঁটছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও (DRDO) জানিয়েছে, তারা তাদের ‘অগ্নি সিরিজের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM)’-কে বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে রূপান্তর করার কাজ করছে।

নতুন এ বোমার ধারণ ক্ষমতা হবে প্রায় ৫৫০০ কেজি বিস্ফোরক বহনের, যা ৮০ থেকে ১০০ মিটার গভীর মাটির কঠিন স্তর ভেদ করে শত্রুর গোপন বাংকার, কমান্ড সেন্টার, অস্ত্রাগার ও মিসাইল সঞ্চয় কেন্দ্র ধ্বংস করতে পারবে।

  • দুটি সংস্করণে তৈরি হবে এই বোমা:

    ১. প্রথমটির রেঞ্জ: প্রায় ২৫০০ কিলোমিটার, গতি সুপারসোনিক (অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত)।
  • ২. দ্বিতীয়টির রেঞ্জ: ৫০০০ কিলোমিটারের বেশি, যা সরাসরি মহাদেশের পর মহাদেশ ছুঁতে পারবে।

ভারতের এই প্রকল্প সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিনির্ভর, এবং দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন, এটি যুক্তরাষ্ট্রের জিবিইউ-৫৭ (GBU-57) বাংকার বাস্টার বোমার মতোই শক্তিশালী হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংকার বাস্টার বোমা যুদ্ধক্ষেত্রে একান্তভাবেই কৌশলগত সুবিধা এনে দেয়, কারণ এটি সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব নয় এমন ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।

নুসরাত

×