ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র!

প্রকাশিত: ১৭:২৬, ২৮ মে ২০২৫

শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র!

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারণ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস ও কনস্যুলেটগুলোকে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীদের কার্যক্রম আরও গভীরভাবে যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাসগুলোতে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উল্লেখ করেন, "পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত" এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বার্তায় আরও বলা হয়েছে, শিক্ষার্থী ও বৈদেশিক বিনিময় কর্মসূচির (এক্সচেঞ্জ ভিসা) আওতাধীন ভিসাগুলোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ জোরদার করা হবে। এতে দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওপর উল্লেখযোগ্য প্রশাসনিক চাপ সৃষ্টি হতে পারে।

এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের কিছু শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধ তীব্র হয়ে উঠেছে। ট্রাম্প এসব প্রতিষ্ঠানকে অতিমাত্রায় বামঘেঁষা বলে সমালোচনা করে আসছেন।

ফারুক

×