ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

"আত্মসমর্পণ নয়, আজীবন লড়াই": ইমরানের পক্ষে বোনের স্পষ্ট বার্তা

প্রকাশিত: ১৯:০৬, ২৭ মে ২০২৫

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলেমা খান বলেছেন, তার ভাই কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবেন না যদি তা আজীবন কারাবাসের শামিল হয়।

মঙ্গলবার (২৭ মে) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ দৃঢ় অবস্থান তুলে ধরেন আলেমা। তিনি অভিযোগ করেন, ইমরান খানের বিরুদ্ধে চলমান মামলাগুলো বিচারকদের ‘চাপের মধ্যে’ পরিচালিত হচ্ছে এবং আদালতের সিদ্ধান্তগুলোকে রহস্যজনকভাবে ‘অদৃশ্য শক্তির’ মাধ্যমে প্রভাবিত করা হচ্ছে।

আলেমা খান বলেন, “আমি এই অদৃশ্য শক্তিগুলোকে বলতে চাই—আপনারা সামনে আসুন। লুকিয়ে থেকে দেশ চালানো বন্ধ করুন। বলুন, ইমরান খান আপনাদের কী বলেছেন বা কী করেছেন, যার কারণে আপনারা এতটা শঙ্কিত?”

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান নানা ধরনের মামলার সম্মুখীন হন, যার মধ্যে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।

আলেমা আরও জানান, তার ভাই তাকে স্পষ্টভাবে বলেছেন, “যদি আমাকে চিরকাল জেলেও থাকতে হয়, তবুও আমি অত্যাচারীদের কাছে মাথা নত করব না।”

সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি সত্যিই রাষ্ট্রের ভাল চান, তাহলে ভয় না পেয়ে সামনে আসুন ও আমাদের সঙ্গে কথা বলুন। যদি কোনো দাবি থাকে, তা খোলাখুলি জানান।”

ইমরান খানকে ‘গণতন্ত্রের পক্ষে শক্ত কণ্ঠ’ আখ্যা দিয়ে আলেমা বলেন, “তিনি দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করেননি। তাহলে কেন তার মুক্তিকে ভয় পাচ্ছেন?”

এই বক্তব্য ইঙ্গিত দেয়, পাকিস্তানের রাজনীতিতে অদৃশ্য শক্তির ভূমিকা ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সংশয় আরও ঘনীভূত হচ্ছে।

আলীম

×