
ছবি: সংগৃহীত
সৌদি আরব ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট কিছু স্থানে মদ বিক্রির অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে—এমন খবর সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে, সৌদি কর্তৃপক্ষ এই প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে।
গত সপ্তাহে একটি ওয়াইন ব্লগে দাবি করা হয় যে, সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলোতে মদ বিক্রির অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। এই খবরটি কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। তবে, এসব প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।
সৌদি আরবের পর্যটন ও জাতীয় ঐতিহ্য কমিশনের (SCTH) এক কর্মকর্তা আরব নিউজকে জানিয়েছেন, “সরকারিভাবে মদ বিক্রির অনুমতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “এই ধরনের প্রতিবেদনগুলো ভিত্তিহীন এবং গুজব।” অন্য এক কর্মকর্তা বলেন, “দেশের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে সংস্কারের মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন ঘটিয়েছে। দেশে সিনেমা হল খোলা, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া এবং আন্তর্জাতিক শিল্পীদের পরিবেশনা আয়োজনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, এসব পরিবর্তনও ইসলামী শিক্ষার ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবের মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যদিও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ২০২৬ সাল থেকে মদ বিক্রির অনুমতি দেওয়ার খবর প্রকাশিত হয়েছে, সৌদি কর্তৃপক্ষ এসব প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে, ভবিষ্যতে পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে কিছু পরিবর্তন আসতে পারে, তবে তা দেশটির সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী হবে না।
শিহাব