ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কুয়েত বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

বিলাল উদ্দিন, কন্ট্রিভিউটিং রিপোর্টার, কুয়েত 

প্রকাশিত: ০৩:৩২, ২৭ মে ২০২৫

কুয়েত বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

বাংলাদেশ দূতাবাস, কুয়েতের পৃষ্ঠপোষকতায়, গত ২৩ মে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের ক্রীড়া সংগঠন ‘বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন, কুয়েত’ এর আয়োজনে - মহান বিজয় দিবস-২০২৫ কে উদ্দেশ্য করে “বিজয় দিবস কাপ-২০২৫” নামে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই উদ্বোধনী ফুটবল খেলা উপভোগ করেন। কুয়েত প্রবাসী বাংলাদেশী তরুন খেলোয়ারদের সমন্বয়ে গঠিত ২০ (বিশ) টি দল/ক্লাব উক্ত “বিজয় দিবস কাপ-২০২৫” টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হয়ে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ এর নিকটবর্তী সময়ে সমাপ্ত হবে।

কুয়েত প্রবাসী বাংলাদেশী তরুন প্রজন্মকে বিভিন্ন খেলাধুলা, সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার নিমিত্তে উৎসাহিতকরণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, কুয়েত উক্ত টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে।

 

রাজু

×