ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

লাইভ ক্যামেরায় চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!

প্রকাশিত: ২২:২৩, ২৬ মে ২০২৫

লাইভ ক্যামেরায় চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!

ছবি: সংগৃহীত।

চলছিল সরাসরি সম্প্রচার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মাত্রই নামছেন বিমানের দরজা দিয়ে। হঠাৎই তাঁর গালে সপাটে একটি চড়! মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। রবিবার ভিয়েতনাম সফরে বিমান থেকে নামার সময়ের এই দৃশ্য ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিমান অবতরণের পর দরজা খোলা হয়, তখনই পাশে থাকা এক হাত আচমকা ফরাসি প্রেসিডেন্টের মুখে স্পর্শ করে। অনেকেই বলছেন, সেটি ছিল একটি চড়, আর সেই চড়টি নাকি এসেছিল তাঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রনের হাত থেকেই!

ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই কিছুটা অপ্রস্তুত হলেও ম্যাক্রন নিজেকে সামলে নিয়ে ক্যামেরার দিকে হাত নাড়েন ও হাসেন। তারপর তিনি আবার বিমানের ভেতরে ফিরে যান। পরবর্তী সময়ে রয়টার্স সেই চড়ের দৃশ্যটি স্লো মোশনে প্রচার করে, যা নতুন করে বিতর্ক উসকে দেয়।

কয়েক মুহূর্ত পর বিমান থেকে বের হন ম্যাক্রন ও তাঁর স্ত্রী। তখনও তাদের আচরণে কিছুটা অস্বস্তি স্পষ্ট ছিল। প্রেসিডেন্ট ম্যাক্রন স্ত্রীকে হাত বাড়িয়ে ধরতে চাইলেও ব্রিজিট তা গ্রহণ করেননি এবং কিছুটা দূরত্ব রেখে নিজেই বিমান থেকে নামেন। তার লাল রঙের পোশাক দেখে ধারণা করা হচ্ছে, চড় মারা হাতটিও ছিল তারই।

প্রথমে এই ভিডিওকে ভুয়া বলে উড়িয়ে দেয় এলিসি প্রাসাদ। পরে প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এটি ছিল একটি “ব্যক্তিগত খুনশুটি” মাত্র। তবে ঘটনা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা, সমালোচনা এবং নানা রকম মন্তব্যে সরগরম নেটদুনিয়া।

নুসরাত

×