
খান ইউনিসের একটি কমিউনিটি রান্নাঘরে এক ছোট ছেলেকে খাওয়ানো হচ্ছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্ষুধা ও দুর্ভিক্ষ চরম রূপ নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় অনাহারে ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে। এমনটাই আশঙ্কা করছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। গাজায় ইসরাইলি অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখে পড়েছে ২৪ লাখ বাসিন্দা। যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে ১০ সপ্তাহের অবরোধের পর গত রবিবার ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেয় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আলজাজিরার।
গাজার বেসামরিক জনগণের জন্য প্রতিদিন ৫০০ ট্রাক ত্রাণের প্রয়োজন। কিন্তু এর মধ্যে ইসরাইল গত সোমবার মাত্র ৫ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়। যা প্রয়োজনের মাত্র ১ শতাংশ। মঙ্গলবার বিবিসির রেডিও ফোরস টুডে প্রোগ্রামে গাজায় ইসরাইল যে পরিমাণ সাহায্য দিচ্ছে তা নিয়ে কথা বলেন টম ফ্লেচার। তিনি বলেন, ইসরাইল ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর গাজায় মাত্র পাঁচ ট্রাক ত্রাণ গেছে।
এটা বাসিন্দাদের প্রয়োজনের তুলনায় একেবারের নগণ্য উল্লেখ করে তিনি বলেন, এটা মরুভূমির মধ্যে এক ফোঁটা পানি ফেলার মতো। তিনি আরও বলেন, শিশু খাদ্য ও পুষ্টিকর খাবারের লরিগুলো গাজার কাছাকাছি রয়েছে কিন্তু সীমান্তের ঠিক ওপারে থাকায় বেসামরিক লোকদের কাছে পৌঁছায়নি। ফ্লেচার বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি গাজায় পর্যাপ্ত ত্রাণ সাহায্য না পৌঁছে তা হলে ১৪ হাজার শিশু মারা যেতে পারে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে। ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরল হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। দেশ তিনটি বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজায় নতুন করে শুরু করা সামরিক আগ্রাসন বন্ধ না করলে এবং ত্রাণ প্রবেশে বিধিনিষেধ তুলে না নিলে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ইসরাইলের মিত্র দেশ তিনটির এই নিষেধাজ্ঞার হুমকিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আরও চাপ তৈরির চেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। গাজায় গত ১৯ মাস ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এতে ভূমধ্যসাগরপাড়ের এক সময়ের সাজানো-গোছানো ছোট্ট উপত্যকাটি কার্যত মাটির সঙ্গে মিশে গেছে। কয়েক লাখ মানুষ হতাহত হয়েছেন। ২০ লক্ষাধিক বাসিন্দা হয়েছে উদ্বাস্তু। ক্ষুধা ও দুর্ভিক্ষের মধ্যে তারা এখন খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে থাকছে।