ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

‘মোদি হটাও, ভারত বাঁচাও’ স্লোগানে উত্তাল ভারত, বিজেপির ভেতরে বিদ্রোহের আভাস

প্রকাশিত: ২১:২৩, ১৬ মে ২০২৫; আপডেট: ২১:২৪, ১৬ মে ২০২৫

‘মোদি হটাও, ভারত বাঁচাও’ স্লোগানে উত্তাল ভারত, বিজেপির ভেতরে বিদ্রোহের আভাস

ছবি: সংগৃহীত

ভারতজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক আন্দোলন। "মোদী হটাও, দেশ বাঁচাও" স্লোগানে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন রাজ্য, যেখানে সাধারণ জনগণের পাশাপাশি বিজেপির নিজ দলের অনেক নেতাকর্মীও এই আন্দোলনে অংশ নিচ্ছেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি এই ক্ষোভের মূল কারণ।

বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দলটির নেতারা সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন এবং ইসলামবিদ্বেষী বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন, যা রাজ্যে সম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এতে করে রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতার দাবি আরও জোরালো হয়েছে।

বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া এবং বাংলাদেশবিরোধী উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এর ফলে বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসায়িক সম্পর্কেও বিরূপ প্রভাব পড়েছে। সীমান্ত এলাকার অনেক স্থানীয় ব্যবসায়ী মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ জনগণের পাশাপাশি দলীয় নেতারাও যখন প্রকাশ্যে মোদীর সমালোচনায় মুখর হন, তখন এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র : https://youtu.be/dWCujL_Csu4?si=3OmPOdpZRYrAFgjG

আসিফ

আরো পড়ুন  

×