ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় দফায় গড়াল ভোট

প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ৮ মে ২০২৫

প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ

রোমে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা পেপাল কনক্লেভ শুরু হয়

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু বাছাইয়ে ভোটাভুটি হয়েছে। তবে পোপ নির্বাচিত হয়নি। ফলে আবারও ভোটাভুটি হবে। বুধবার রোমে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা পেপাল কনক্লেভ শুরু হয়। এই আয়োজনে সভাপতিত্ব করছেন ৯১ বছর বয়সি কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে। খবর বিবিসির। নতুন পোপ নির্বাচনের জন্য এর আগেই ভ্যাটিকানে জড়ো হয়েছেন বিশ্বের ১৩০ জনের বেশি কার্ডিনাল। আনুষ্ঠানিকতা শুরুর পর প্রথম দফা ভোটাভুটি হয়।

এরপর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এর অর্থ পোপ নির্বাচন হয়নি। ফলে স্থানীয় সময় বৃহস্পতিবার পোপ নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে। নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। অতীতে এক সপ্তাহ এমনকি এক মাস সময় ধরেও ভোট চলতে দেখা গেছে।

ভোট চলাকালে কার্ডিনালদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন এমন ঘটনারও নজির আছে। এই সময় নতুন পোপ নির্বাচন কতটুকু এগোল সেটি বোঝার একমাত্র উপায় হলো ধোঁয়া। নির্বাচন চলাকালে প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এর ফলে দিনে দুবার যে ধোঁয়া বের হয় সেটাই নতুন পোপের বিষয়ে ইঙ্গিত দেয়। কালো ধোঁয়ার অর্থ হলো পোপ নির্বাচন হয়নি। আর সাদা ধোঁয়া দেখার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ভ্যাটিকান সময় সন্ধ্যা ৭টার কাছাকাছি সময়ে প্রথম ভোটের পর ধোঁয়ার প্রথম অংশ বের হয়। নতুন পোপ কে হতে পারেন তা নিয়ে ইউরোপের গণমাধ্যমগুলোতে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। কনক্লেভে ইতালীয় কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে কোনো একজন পোপ নির্বাচিত হতে পারেন।

×