ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এবার আকাশ পথে অবরুদ্ধ হলো ইসরাইল!

প্রকাশিত: ২০:১৫, ৫ মে ২০২৫

এবার আকাশ পথে অবরুদ্ধ হলো ইসরাইল!

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের হুথি আন্দোলন ইসরায়েলের আকাশপথে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে। এই অবরোধের অংশ হিসেবে তারা ইসরায়েলের প্রধান বিমানবন্দরগুলো, বিশেষ করে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে নিয়মিতভাবে হামলার লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে।

হুথি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই অবরোধ কার্যকর ধরা হবে এবং সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে ইসরায়েলগামী ফ্লাইট বাতিল করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, বিমান ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রিয় ও স্বাধীন ইয়েমেন ইসরায়েলের দ্বারা লেবানন ও সিরিয়ার মতো আরব দেশগুলোর ওপর অব্যাহত আগ্রাসনের নীরব দর্শক হতে পারে না। আমরা অবিচল ও আপসহীন অবস্থানে আছি।”

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, শনিবার ভোরে ইয়েমেনি বাহিনী তেল আবিবের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, “এই প্রতিশোধমূলক অভিযান ছিল গাজায় ইসরায়েলের গণহত্যার জবাব।”

হুথি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েল অধিকৃত বিভিন্ন অঞ্চলের দিকে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

অন্যদিকে, মার্কিন সরকার ইয়েমেনে হুথি বাহিনীর কার্যক্রম ঠেকাতে ১৫ মার্চ থেকে বিমান হামলা শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী, এক হাজারেরও বেশি স্থানে তারা হামলা চালিয়েছে। এই অভিযান মূলত লোহিত সাগরে ইসরায়েলি অথবা ইসরায়েল-সম্পৃক্ত জাহাজে হুথি বাহিনীর হামলা প্রতিহত করতে চালানো হচ্ছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকেই হুথি বাহিনী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে একের পর এক সামরিক অভিযান পরিচালনা করে যাচ্ছে। দখলকৃত অঞ্চলের উপকূলবর্তী বন্দরে পৌঁছাতে যাওয়া ইসরায়েলি জাহাজও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

নুসরাত

×