
ছবিঃ সংগৃহীত
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী ঝিলম অঞ্চলের তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়া পরিচালনা করেছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো শত্রু আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত—এই বার্তাই দিতে চেয়েছে পাকিস্তান।
‘এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক’ নামের এ মহড়ায় অংশ নেয় পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট। এতে ট্যাংক, কামানসহ বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হয়। মহড়াটি সরাসরি পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মহড়া চলাকালীন সেনাপ্রধান বাহিনীকে ভারতের যেকোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপের মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেন।
পাকিস্তানি গণমাধ্যমের দাবি, এই মহড়ার মাধ্যমে মূলত ভারতকে সতর্ক বার্তা দিতেই তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে পাকিস্তান। এদিকে, উত্তেজনার মধ্যেই আরব সাগরে যুদ্ধজাহাজের মহড়া চালিয়েছে ভারতও।
মারিয়া