ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

প্রেমের সম্পর্ক ছিন্ন করায় কলেজছাত্রীর আত্মহত্যা, মসজিদের ইমাম আটক

এম এ মান্নান, তালা (সাতক্ষীরা)

প্রকাশিত: ২০:৪৫, ২ মে ২০২৫

প্রেমের সম্পর্ক ছিন্ন করায় কলেজছাত্রীর আত্মহত্যা, মসজিদের ইমাম আটক

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উত্তর ঘোনা মসজিদের ইমাম কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করে পালিয়ে যাওয়ায় কলেজ ছাত্রী সানজিদা আক্তার তুলি (১৭) নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই ইমামকে গ্রেফতার করেছে।

অগ্নিদগ্ধ হয়ে আত্মহননকারী কলেজ ছাত্রী সানজিদা আক্তার তুলি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল ইসলাম সরদারের কন্যা। সে তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

ঘটনার পর আত্মহননকারী ছাত্রীর পিতা মো. কামরুল ইসলাম সরদার বাদী হয়ে বৃহস্পতিবার (১ মে) রাতে তালা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মসজিদের ইমাম আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর-৪, তারিখ ০১/০৫/২০২৫, ধারা ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) অনুযায়ী মামলা গ্রহণ করা হয়।

পুলিশ এই সংবেদনশীল ঘটনার সঙ্গে জড়িত আসামি মসজিদের ইমাম মো. আমিনুর রহমান (২৫)-কে গতরাতে তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো. শাহিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে গ্রেফতার করে। তার পিতার নাম মো. রবিউল ইসলাম গাজী।

এলাকাবাসীরা জানায়, কলেজ ছাত্রী সানজিদা আক্তার তুলি (১৭)-এর সঙ্গে উত্তর ঘোনা গ্রামে তাদের বাড়ির পাশের মসজিদের ইমাম আমিনুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে ইমাম আমিনুর সম্পর্ক ছিন্ন করে প্রায় ১৫ দিন আগে মসজিদের ইমামতি ছেড়ে নিজ বাড়িতে চলে যান।

এ ঘটনার পর বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে, যখন তার মা অন্যের বাড়িতে কাজে গিয়েছিলেন এবং বাড়িতে কেউ ছিল না, তখন তুলি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে জ্বলন্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান এবং তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাত্রীর পিতার দায়ের করা মামলায় অভিযুক্ত মসজিদের ইমাম আমিনুর রহমানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এম.কে.

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার