
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাসুর গ্রামে নির্মাণ কাজ করার সময় অসাবধানবশত তিন তলা ভবন থেকে পড়ে গিয়ে সোহেল খান (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (০২ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সোহেল খান কাশিয়ানী উপজেলার খইলশাখালী গ্রামের লিয়াকত আলি খানের ছেলে।
নিহতের পিতা লিয়াকত আলি খান জানান, সোহেল খান দেবাসুর গ্রামে ইকুল শিকদারের বাড়িতে সেন্টারিংয়ের কাজ করছিলেন। কাজ করার সময় তিনি তিন তলা ভবনের দোতালার শেষ অংশে গিয়ে সিঁড়ির সেন্টারিংয়ের কাজ করছিলেন, তখন অসাবধানবশত নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজু