
ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় মারাত্মক বিপাকে পড়েছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। প্রতিবেশী দেশের আকাশপথ ব্যবহার করতে না পারায় বিকল্প রুটে বিমান চলাচল করছে, ফলে বেড়ে গেছে ফ্লাইট সময়, জ্বালানি ব্যয় এবং জনবলের চাপ—যা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে এয়ার ইন্ডিয়া।
সংস্থার অভ্যন্তরীণ এক নথি থেকে জানা গেছে, ৩০ মে থেকে পাইলট ও ক্যাবিন ক্রুদের ডিউটির সময় বাড়ানো হয়েছে। আগে যেখানে ১২ ঘণ্টার ফ্লাইট পরিচালনা হতো, এখন তা বিকল্প পথে নিতে সময় লাগছে ১৬ ঘণ্টা। এর ফলে ক্রুদের মোট ডিউটি সময় দাঁড়িয়েছে ২৪ ঘণ্টায়। পাশাপাশি, বিশ্রামের সময়ও বাড়িয়ে ২৪ ঘণ্টা করা হয়েছে।
দীর্ঘ যাত্রা, অতিরিক্ত জ্বালানি খরচ ও জনবল ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি। অনুমান করা হচ্ছে, নিষেধাজ্ঞা যদি এক বছর স্থায়ী হয়, তবে এয়ার ইন্ডিয়াকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত লোকসান গুনতে হতে পারে। এই ক্ষতি পোষাতে মোদি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে সংস্থাটি।
এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন’ (DGCA) ও এয়ার ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও জানা গেছে, পাইলট ও ক্রুদের ওপর চাপ কমাতে বিমান সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইমরান