ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

স্বৈরাচারী কাঠামো না বদলালে ফের স্বৈরাচার ফিরে আসবে: বদিউল আলম মজুমদার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ২ মে ২০২৫; আপডেট: ২২:২৭, ২ মে ২০২৫

স্বৈরাচারী কাঠামো না বদলালে ফের স্বৈরাচার ফিরে আসবে: বদিউল আলম মজুমদার

নির্বাচন বিশেষজ্ঞ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবিঃ সংগৃহীত

নির্বাচন ব্যবস্থার কাঠামোতে সংস্কার না হলে দেশে স্বৈরাচারী শাসন ফের ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন ও রাজনীতির অঙ্গন বর্তমানে দুর্বৃত্তদের দখলে, যা থেকে বেরিয়ে না এলে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। তার মতে, এই দুর্বৃত্তায়নের অবসান, কাঠামোগত সংস্কার, জনগণকে সচেতন করা এবং রাজনৈতিক সদিচ্ছা—এসব মিলেই কেবল সম্ভব একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন।

তিনি বলেন, ‘যে পদ্ধতি বা কাঠামো স্বৈরাচার সৃষ্টি করে সেই কাঠামোর যদি বদল না হয়, তাহলে আমাদের অবশ্যম্ভাবী পরিণতি হলো আবারও স্বৈরাচার ফিরে আসা। সবচেয়ে বড় কথা, আমাদের নির্বাচনী অঙ্গন, আমাদের রাজনৈতিক অঙ্গন চরমভাবে দুবৃত্তদের কবলে পড়েছে। এই দুর্বৃত্তায়নের অবসান ঘটানো দরকার। রাজনৈতিক অঙ্গন, নির্বাচনি অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। একইসাথে জনগণকে সচেতন করা দরকার।’

তিনি আরও বলেন, ‘এগুলো হলেই আমারা একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পাবো। যার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটতে পারে।’

সুজন সম্পাদক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী সংস্কারের বলটি সরকারের ও নির্বাচন কমিশনের কোর্টে রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বস্তুত আমরা যেটা দেখছি, সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক উত্তরণের বলটি কিন্তু সরকারের কোর্টে এবং নির্বাচন কমিশনের কোর্টে। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করেছি, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, তারা এগুলো মেনে নিলেই সরকার এগুলো বাস্তবায়ন করতে পারবে।’

মুমু

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার