ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পাক-ভারত রাজনীতিতে তৃতীয় চোখ সৌদির?

প্রকাশিত: ১৯:৫৮, ২ মে ২০২৫

পাক-ভারত রাজনীতিতে তৃতীয় চোখ সৌদির?

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার সৌদি আরবসহ বন্ধুপ্রতিম দেশগুলোকে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে ভারতের প্রতি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন, সম্প্রতি পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে।

ইসলামাবাদে সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালিকির সঙ্গে এক বৈঠকে পাক প্রধানমন্ত্রী শরিফ অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকল ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান।

শরিফ বলেন, "আমরা পেহেলগাম ঘটনার বিষয়ে ভারতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি।" তিনি আরও বলেন, পাকিস্তান ২২ এপ্রিলের ওই হামলার বিষয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পক্ষে অবস্থান নিয়েছে। উক্ত হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে ২৬ জন নিহত হন।

শাহবাজ শরিফ জানান, আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় গত ১৫ মাসে যে অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে, তা ধরে রাখার ওপর পাকিস্তানের জোর রয়েছে।

তিনি বলেন, "পাকিস্তান কখনই দায়িত্বজ্ঞানহীন আচরণ করবে না বা কঠোর পরিশ্রমে অর্জিত অর্থনৈতিক সফলতাকে বিপন্ন করবে না—এটা অকল্পনীয়।"

রাষ্ট্রদূত আল মালিকি পাক প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সৌদি আরবের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

এই বক্তব্য এমন সময়ে এলো যখন পাকিস্তান ও ভারতের মধ্যে পেহেলগাম হামলার পর কূটনৈতিক ও কৌশলগত পাল্টা পদক্ষেপের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, তবে ইসলামাবাদ দৃঢ়ভাবে সে অভিযোগ অস্বীকার করেছে।

 

সূত্র: https://tribune.com.pk/story/2543577/pm-urges-saudi-arabia-to-play-role-in-defusing-tensions-with-india

আবীর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার