
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী একটি জাহাজ তৈরি
ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড ক্রপসের (আইআরজিসি) নৌ কমান্ডার রিয়ার এডমিরাল আলিরেজা তাংসিরি জানিয়েছেন, ১১৬ নট গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম জাহাজ প্রস্তুত করেছে ইরান। যা স্থলে প্রায় ২১৫ কিলোমিটার প্রতি ঘণ্টার সমতুল্য। তাংসিরি বুধবার বলেছেন, জাহাজটি সবধরণের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। খবর ইরনার।
তাংসিরি বলেছেন, আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী একটি জাহাজ তৈরি করেছি যার স্পিড ১১৬ নটস। স্থলের সঙ্গে বিবেচনায় যার মাত্রা প্রতি ঘণ্টায় প্রায় ২১৫ কিলোমিটার। এটির প্রযুক্তিগত ও বিশেষায়িত সব পরীক্ষা শেষ হয়েছে। তিনি জানিয়েছেন, আইআরজিসি নৌবাহিনীতে তারা নিজস্ব যুদ্ধজাহাজ, মিসাইল, ড্রোনস এবং সাব সারফেস তৈরি করেছে।
আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসির দেওয়া কথাকে উদ্ধৃত করে তাংসিরি বলেছেন, আমরা দিনরাত এক করে ক্লান্তি ভুলে পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করছি। অতীতের কথা সামনে টেনে রিয়ার এডমিরাল আলিরেজা তাংসিরি জানান, ইসলামী বিপ্লবের আগে ইরান একটি ছোট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না।