
ছবি: সংগৃহীত
প্রথমে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অনন্তনাগ জেলায় সংঘটিত হামলায় নিহত পর্যটকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
বিবৃতিতে বলা হয়, “ভারতীয় অবৈধ দখলকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পর্যটকদের মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা নিহতদের আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
তবে বুধবার রাতে স্থানীয় এক টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে, ভারতের পক্ষ থেকে প্রধান সীমান্ত বন্ধ করা এবং ঐতিহাসিক পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নেওয়ার পর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভিন্ন সুরে কথা বলেন।
তিনি ভারতের প্রতিক্রিয়াকে “অপরিণত” এবং “দ্রুতগতির” বলে উল্লেখ করেন। দার বলেন, “ভারত কোনো প্রমাণ দেয়নি। তাদের প্রতিক্রিয়ায় কোনো পরিপক্কতা ছিল না।” তিনি আরও বলেন, “তারা ঘটনাটি ঘটার পরপরই অযথা উত্তেজনা সৃষ্টি করতে শুরু করে,”—স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে এ কথা বলেন তিনি।
সূত্র: https://www.bbc.com/news/live/c8x8yqwzznqt
আবীর