ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১৮

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:০৫, ৩০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:৩১, ৩০ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১৮

ওয়াশিংটন ডিসিতে বিমান দুর্ঘটনার ঘটনাস্থল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীতে ৬০ জন যাত্রীসহ জেট বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্দার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এ অবতরণের সময় এ দুর্ঘনা ঘটেছে।

পুলিশ কর্মকর্তারা বিবিসির সহযোগী সংস্থা সিবিএস নিউজকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে কোনো জীবিত ব্যক্তিকে পাওয়া যায়নি।’ তবে সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আমেরিকান এয়ারলাইন্স ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

ডিসি ফায়ার ও ইএমএস বিভাগের তথ্য অনুযায়ী, বিমানটি ওয়াশিংটন ডিসির মধ্য দিয়ে প্রবাহিত পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। জেটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। আর সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন তিনজন মার্কিন সেনা সদস্য।

পুলিশের ডুবুরি দল এবং উদ্ধারকারী নৌকা নদীতে জীবিতদের সন্ধান চালাচ্ছে, একইসঙ্গে মার্কিন কর্তৃপক্ষ সংঘর্ষের কারণ অনুসন্ধান করছে।

ভয়াবহ এই দুর্ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে অবহিত হয়েছেন এবং জরুরি উদ্ধারকর্মীদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জিমি মাজেও বলেন, তিনি আকাশে বিমানের স্বাভাবিক উড়ার পথ থেকে বিচ্যুতি লক্ষ্য করেন এবং তারপর একপ্রকার সাদা আলোর ঝলকানি দেখতে পান। আমরা ভেবেছিলাম ওগুলো হয়তো উল্কাপাত। তেমন গুরুত্ব দিইনি, কিন্তু তারপর দেখি জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছে।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মিডিয়া প্রধান হিদার চায়েরেজ সিবিএস নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ার থেকে ১২তম এভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: বিবিসি।

এম হাসান

×