
ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের ভয়াবহ দাবানলে এক সপ্তাহ ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা। দাবানলে এখন পর্যন্ত পুড়ে গেছে হাজার হাজার বাড়িঘর। আগুন নিয়ন্ত্রণে আসা কিছু এলাকায় স্থানীয়রা ফিরতে শুরু করলেও পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকেরই ফেরার কোনো জায়গা নেই।
বিশেষভাবে আলোচনায় এসেছে হলিউড তারকাদের বিলাসবহুল বাড়িগুলোর ধ্বংসযজ্ঞ। শত কোটি ডলারের বাড়িগুলো, যেগুলোতে একসময় হতো জমকালো পার্টি, এখন পরিণত হয়েছে পোড়াচিহ্নে। মিলিয়ন ডলারের মূল্যবান এসব বাড়ি দাবানলে ছাই হয়ে গেছে।
ঘরবাড়ি হারানো তারকারা তাদের শোক কাটিয়ে উঠতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কষ্ট এবং আবেগঘন বার্তা প্রকাশ করছেন। এই দাবানল শুধু ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক সৌন্দর্যই ধ্বংস করেনি, বহু মানুষের জীবনে এনেছে সীমাহীন দুর্ভোগ।
মারিয়া