ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কাজিন ভাই-বোনদের মধ্যে বিয়ে নিষিদ্ধের দাবি!

প্রকাশিত: ২৩:১৩, ১৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:১৬, ১৪ ডিসেম্বর ২০২৪

কাজিন ভাই-বোনদের মধ্যে বিয়ে নিষিদ্ধের দাবি!

যুক্তরাজ্যে প্রথম চাচাতো ভাই-বোনের বিয়ে নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন এক কনজারভেটিভ সাবেক মন্ত্রী।

পার্লামেন্টে প্রস্তাব উত্থাপনকালে রিচার্ড হোল্ডেন বলেন, প্রথম চাচাতো ভাই-বোনের সন্তানদের মধ্যে জন্মগত ত্রুটির ঝুঁকি বেশি থাকে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এই প্রথা বন্ধ হওয়া উচিত।

তবে এমপি ইকবাল মোহাম্মদ বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তিনি আরও জানান, এই সমস্যাগুলো সমাধানে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষা কার্যক্রম আরও উপযুক্ত।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রথম চাচাতো ভাই-বোনের বিয়ের ঝুঁকি সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ স্পষ্ট। তবে সরকার আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না।

এক মুখপাত্র বলেন, "আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার তার অগ্রাধিকার ইতোমধ্যেই নির্ধারণ করেছে।"

রিচার্ড হোল্ডেন দশ মিনিটের নিয়ম প্রক্রিয়া ব্যবহার করে তার প্রস্তাব উত্থাপন করেন। এর মাধ্যমে একজন ব্যাকবেঞ্চ এমপি কমন্সে ১০ মিনিটের বক্তৃতার মাধ্যমে নতুন একটি বিলের পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারেন। তবে, সরকারি সমর্থন ছাড়া এই ধরনের বিল আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ সংসদীয় সময় সীমিত।

বর্তমান আইন অনুযায়ী, ভাই-বোন, পিতা-মাতা বা সন্তানদের মধ্যে বিয়ে নিষিদ্ধ, তবে প্রথম চাচাতো ভাই-বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ নয়।
রিচার্ড হোল্ডেন বলেন, পশ্চিমা দেশগুলোতে প্রথম চাচাতো ভাই-বোনের বিয়ের হার কম হলেও কিছু অভিবাসী সম্প্রদায়, যেমন আইরিশ ট্রাভেলার্স এবং ব্রিটিশ পাকিস্তানিদের মধ্যে এই হার ২০-৪০%।

তিনি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, প্রথম চাচাতো ভাই-বোনের সন্তানদের গুরুতর জন্মগত ত্রুটির ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় দ্বিগুণ।

হোল্ডেন আরও দাবি করেন, এই প্রথা নারীদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে।

তিনি বলেন, “যারা 'ক্ল্যান' মানসিকতায় বাস করে, তাদের অনেকে প্রথম চাচাতো ভাই-বোনের বিয়ের বৈজ্ঞানিক ঝুঁকি জানেন। তবে তারা সামাজিক এবং সাংস্কৃতিক কারণ বিবেচনা করে বিয়ে করেন। কঠোর সম্মানবোধের নিয়ম, যেখানে ব্যক্তিত্ব প্রকাশ সামাজিক বিচ্ছিন্নতা, সহিংসতা এমনকি মৃত্যুর মতো ঝুঁকির মুখে পড়তে পারে, তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে।”

তিনি বলেন, "এই প্রথা আধুনিক ব্রিটিশ সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি শুধু একটি বিয়ের বিষয় নয়, এটি আমাদের সমাজ ও গণতন্ত্রের মূল্যবোধের বিষয়।”
প্রস্তাবের বিরোধিতা করে ইকবাল মোহাম্মদ বলেন, তিনি একমত যে প্রথম চাচাতো ভাই-বোনের বিয়েতে স্বাস্থ্য ঝুঁকি আছে এবং জোরপূর্বক বিয়ে বন্ধ করা জরুরি।

তবে তিনি আরও বলেন, "প্রাপ্তবয়স্কদের বিয়েতে নিষেধাজ্ঞা আরোপ করে রাষ্ট্রকে ক্ষমতাপ্রদান করা সঠিক সমাধান নয়। এটি কার্যকর বা বাস্তবায়নযোগ্য হবে বলে আমি মনে করি না।"

নাহিদা

×