ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

হিজাব ছাড়া গান গাওয়ায় শাস্তির মুখে ইরানী গায়িকা

প্রকাশিত: ১৮:১৫, ১৪ ডিসেম্বর ২০২৪

হিজাব ছাড়া গান গাওয়ায় শাস্তির মুখে ইরানী গায়িকা

ইরানে একটি অনলাইন কনসার্টে হিজাব ছাড়াই গান গাওয়ার কারণে শাস্তির মুখে পড়েছেন সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি। কাঁধ খোলা কালো পোশাক পরে গান গাওয়ার ঘটনায় ইরানের সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। ইরানে মহিলাদের জন্য কঠোর পোশাকবিধি রয়েছে, যার অংশ হিসেবে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। পারাস্তু এই বিধির বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবাদে অংশ নিয়েছিলেন।পারাস্তুর এই পারফরম্যান্স ইরানের কঠোর নারী মর্যাদা আইন এবং হিজাব আইন উন্মুক্তভাবে অমান্য করে।

ইরানে মহিলাদের গায়কীর ওপর রয়েছে কঠোর বিধিনিষেধ, এবং তাদের কেবলমাত্র নারী শ্রোতাদের সামনে গান গাওয়ার অনুমতি দেওয়া হয়। ২০২২ সালে মাহসা আমিনি মৃত্যুর পর থেকে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের আওতায় ইরানে নারী প্রতিবাদী হয়ে উঠেছে। পারাস্তু আহমাদি এই আন্দোলনের সমর্থনে ‘দেশের যুবকদের রক্তে’ গান গেয়েছিলেন।

এই কনসার্টটি সশরীরে কোনো দর্শক ছাড়াই অনলাইনে সম্প্রচারিত হয়েছিল এবং ১২ ঘণ্টার মধ্যে ৭৪,০০০ বার দেখা হয়, যদিও ইরানে ইউটিউবের প্রবেশাধিকার সীমিত। পারাস্তু তার পারফরম্যান্সের শুরুতে বলেন, “আমি সেই লোকদের জন্য গান গাইতে চাই যাদের আমি ভালোবাসি। এটি একটি অধিকার যা আমি উপেক্ষা করতে পারিনি; যে দেশের আমি গভীরভাবে ভালোবাসি তার জন্য গান গাওয়া।"

কনসার্টটি ব্যাপকভাবে অনলাইনে শেয়ার হওয়ার পর, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী হানা দেয় এবং তাকে তেহরান সিকিউরিটি প্রসিকিউটর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে যে, তারা পারাস্তু এবং তার দলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে।

সূত্র: ইউরো নিউজ

নাহিদা

×