সময়টা ২০২০ সাল।সারা বিশ্বে চলছে করোনার থাবা।ঠিক সেই মূহর্তেই প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে গোমূত্র পার্টি’র আয়োজনের ঘোষণা দিয়েছিল ভারত হিন্দু মহাসভা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ইস্যুতে সেই পুরোনো সংবাদই আবার ঘুরে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়ায়।যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
দিল্লিতে অনুষ্ঠিত পার্টিতে বলা হয়েছিল,প্রতিদিন সময় বেঁধে, নিয়ম করে খাঁটি দেশি গোমূত্র পান করলে শরীরে বাসা বাঁধবে না কোনো রোগ! আর করোনাভাইরাস তো কোন ছার!
পার্টিতে আগত অতিথিরা সবাই পান করলেন গোমূত্র। খেলেন গোমূত্রের প্রসাদ।
আনন্দবাজার পত্রিকার সেসময় এক প্রতিবেদনে বলেছিল, দেশি গোমাতার মূত্রের এই মাহাত্ম্য প্রচারেই খাস দিল্লির বুকে ‘গোমূত্র পার্টি’র আয়োজন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা।
কল লাগানো স্টিলের পাত্রের গায়ে লেখা ‘পবিত্র গোমূত্র প্রসাদম’। অর্থাৎ পবিত্র প্রসাদী গোমূত্র। পাশে উপুড় করে রাখা মাটির ভাঁড়।
একজন করে আসছেন আর ভাঁড় ভরে চুমুক দিচ্ছেন সেই প্রসাদী তরলে। অনেকের আশ যেন আর মেটে না! ভাঁড় খালি হতেই হাঁক পাড়ছেন, আউর লাও!
পার্টিতে গোবরের পায়েসের আয়োজনও করা হয়েছিল। বালতি হাতে ওয়েটার বলছিলেন– ‘রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো পঞ্চগব্য মেশানো আছে এই পায়েসে। গোবর, গোমূত্র ইত্যাদি।
মাটির ভাঁড়ে গোমূত্রে ভরে ‘চিয়ার্স’ বলে পান করছিলেন অনেকেই।
ফুয়াদ