.
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে শীঘ্রই যুদ্ধবিরতির আলোচনা
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। এক্ষেত্রে ইউক্রেনকে ছাড়তে হবে রুশ দখলকৃত অঞ্চল ও ন্যাটোতে যোগদানের ইচ্ছা। অবশ্য মস্কো নিয়ন্ত্রিত অঞ্চল ছাড়াতে রাজি হলেও ন্যাটোর আমন্ত্রণ চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এদিকে কিয়েভকে ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ দিলে শান্তি আলোচনার চেষ্টা ভেস্তে যাবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আরটির।
ইউক্রেন-রাশিয়া সংঘাতের ইতি টানতে শীঘ্রই হবে যুদ্ধবিরতির আলোচনা। এই লক্ষ্য অর্জনে কাজ করছে আমেরিকার রিপাবলিকান পার্টি। রয়টার্সকে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা। কিয়েভ-মস্কোর সংঘাত নিয়ে ট্রাম্প শিবিরের হাতে আছে ৩ পরিকল্পনা। তবে শান্তি আলোচনায় না বসলে ইউক্রেন হারাবে মার্কিন সমর্থন। আর মস্কোর আলোচনা প্রত্যাখ্যানের অর্থ হবে কিয়েভের প্রতি ওয়াশিংটনের সহায়তা বৃদ্ধি এমনটাই মত, নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনকে ছাড়তে হবে দখলকৃত রুশ অঞ্চল। ক্রিমিয়াসহ চারটি ইউক্রেনীয় প্রদেশের দখল এখন রাশিয়ার হাতে। দনবাসের ৮০ শতাংশ, জাপোরিজিয়া ও খেরসনের ৭০ শতাংশ এবং মাইকোলাইভ ও খারকিভের একটি বড় অংশ মস্কোর দখলে। ইউক্রেন-রাশিয়ায় নিযুক্ত রিপাবলিকান দূত বলছেন, সেইসঙ্গে স্থগিত থাকবে ইউক্রেনের ন্যাটোতে যোগদান প্রসঙ্গ। এবার সুরে বদলেছে ইউক্রেনের আরেক কট্টর সমর্থক ন্যাটো। যুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিতে মরিয়া এই সামরিক জোট এবার হাঁটছে যুদ্ধবিরতির পথে। শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ন্যাটো। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন বলছে, দখলকৃত রুশ অঞ্চল ছাড়াই শান্তি আলোচনায় রাজি ইউক্রেন।
এক্ষেত্রে জেলেনস্কির চাহিদা, কিয়েভকে দিতে হবে ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ। এতেও রয়েছে মস্কোর বাধা। রুশ প্রেসিডেন্ট সতর্ক করেছেন, ইউক্রেনকে আমন্ত্রণ দিলে ভেস্তে যাবে শান্তি আলোচনা। এদিকে আংশিক অধিকৃত কুরস্ক অঞ্চলে নতুন গভর্নর নিয়োগ দিলেন পুতিন। শুক্রবার আলেকজান্ডার খিনস্টেইন দক্ষিণ কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেছেন, এই অঞ্চলে সংকট ব্যবস্থাপনা প্রয়োজন ছিল, যেটি আগস্ট থেকে ইউক্রেনীয় বাহিনী আংশিকভাবে দখল করেছে। ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে পুতিনকে দেখানো হয়, একজন সাংবাদিক ও রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমারে প্রবীণ সদস্য খিনস্টেইনকে এই পদে নিয়োগ করা হয়েছে। খিনস্টেইনকে পুতিন বলেছেন, আমি আপনাকে কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নরের পদের প্রস্তাব দিতে চাই। কেননা এই সময়ে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে সংকট ব্যবস্থাপনা প্রয়োজন। এ সময় তিনি আরও বলেন, যেহেতু অঞ্চলটি শত্রুদের কাছ থেকে মুক্ত করা হচ্ছে, অবশ্যই আবাসন ও সামাজিক পরিষেবাগুলো ও সামগ্রিকভাবে সেই অঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং অঞ্চলটিকে এখন মুক্ত করতে আমাদের সেনাদের অনেক কিছু করতে হবে।