প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের নব–নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রের ঘটনায় একজন আফগান নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই অভিযোগ আনে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা তার ছিল না।
শাকেরিকে একজন আফগান নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির অপরাধে ১৪ বছর কারাগারে কাটানোর পর অবশেষে ২০০৮ সালের দিকে তাকে নির্বাসিত করা হয়।
টুম্পা