ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

প্রকাশিত: ২৩:২৯, ৭ নভেম্বর ২০২৪

ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় মুগ্ধতা প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন এ কথা বলেন।

বাইডেন বলেন, ‘আমি তাকে (ট্রাম্পকে) আশ্বস্ত করছি তার সঙ্গে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে বাইডেন বলেন, আমেরিকানরা এটাই প্রত্যাশা করে। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কমলা হ্যারিস তার শক্তিশালী সহযোগী ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি তার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেটা আমি শুরু থেকেই দেখেছি।’

তারা যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তাতে তার এবং তাদের দলের গর্বিত হওয়া উচিত। বাইডেনের চোখের সামনেই ইতিহাস গড়ে তার দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রিপাবলিকানরা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয়। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভাগ্য এখনও অজানা। তবে সেখানেও রিপাবলিকানরাই এগিয়ে।

রিয়াদ

×