রাশিয়া-চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র
রাশিয়া-চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইউক্রেন যুদ্ধ, গাজা-ইসরাইল সংঘাতসহ নানা ইস্যুতে পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলেছে রাশিয়া-চীনের। দুই পক্ষের মধ্যে ক্রমেই শীতল যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এর মধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যি মস্কো-বেজিংয়ের সঙ্গে যুদ্ধ বাঁধলে ওয়াশিংটন কীভাবে মোকাবিলা করবে। খবর দ্য ইকোনমিক টাইমসের।
মার্কিন কংগ্রেস জানিয়েছে, রাশিয়া-চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধলে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় তহবিল না থাকা, অপর্যাপ্ত শিল্প খাতের ফলে সামরিক সক্ষমতা ও সমর প্রযুক্তিতে হুমকিতে পড়তে পারে ওয়াশিংটন। চলতি সপ্তাহে প্রকাশিত ১১৪ পৃষ্ঠার নথিতে বলা হয়, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে লেখা যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল অনেকটাই আধুনিক নয়। দেশটির সামরিক বাহিনীর গঠন নিয়েও রয়েছে প্রশ্ন। এতে রাশিয়া-চীনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক সম্পর্ক নিয়ে কাছাকাছি সময়ের মধ্যে বড় যুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে জানানো হয়।
এদিকে শনিবার রাশিয়ার বিমানঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, দেশটির মোরোজোভস্ক বিমানঘাঁটি ও রাশিয়ার তিনটি অঞ্চলে কয়েকটি তেলের ডিপো ও জ্বালানি সঞ্চয়কেন্দ্রে রাতভর হামলা চালিয়েছে তারা। সামরিক বাহিনী জানিয়েছে, বিমানঘাঁটিতে করা হামলাটি একটি গোলাবারুদ ডিপোতে আঘাত হানে। সেখানে অন্যান্য সরঞ্জামের মধ্যে গাইডেড এরিয়াল বোমা সংরক্ষণ করেছিল রুশ বাহিনী। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ যুদ্ধ বিমান যেখানেই চিহ্নিত হোক না কেন, সেগুলো সব কার্যকর উপায়ে ধ্বংস করতে হবে।
রুশ বিমানঘাঁটিতে হামলা করাটাও বেশ ন্যায্য। আর মিত্রদের সহযোগিতায় আমাদের এই যৌথ সমাধানটি দরকার-একটি নিরাপত্তা সমাধান। রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য বারবার মিত্রদের কাছে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেছিলেন, গত সপ্তাহে ইউক্রেনে হামলার জন্য ৬০০টিরও বেশি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করেছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক প্রতিবেদনে বলা হয়েছে- বেলগোরোড, কুরস্ক এবং রোস্তভ অঞ্চলে তেল ডিপো এবং জ্বালানি সুবিধাগুলোতে হামলায় অন্তত দুটি তেল ট্যাংকে আগুন লেগেছে। বেলগোরোডের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, আগুন নেভানো হয়েছে এবং কেউ হতাহত হননি।