ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

বৃষ্টিতে তলিয়ে গেছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর চাংশা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ২৫ জুন ২০২৪

বৃষ্টিতে তলিয়ে গেছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর চাংশা

ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে হুনান প্রদেশের রাজধানী চাংশা

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশা টানা ভারি বৃষ্টির কারণে তলিয়ে গেছে। নগরীর রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে আর পাতাল রেলের সুড়ঙ্গ ও পথচারীদের ব্যবহার করা আন্ডারপাসগুলো ডুবে গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি মঙ্গলবার জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা স্থানীয়দের রবারের নৌকায় করে যাতায়াতের ব্যবস্থা করছেন এবং ডুবে যাওয়া রাস্তায় আটকা পড়া গাড়িচালকদের উদ্ধারে কাজ করছেন।

চীনের আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চাংশায় ৬৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জুন মাসে ঘণ্টাব্যাপী বৃষ্টির নতুন রেকর্ড এটি। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পাতাল রেল স্টেশনের ভূগর্ভস্থ পথ দিয়ে পানি উপচে রাস্তায় পড়ছে। -এএফপি

×