ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

স্ত্রীর ভয়ে ভারতের বিমানবন্দরে ‘বোমাতঙ্ক’ ছড়িয়ে বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত: ১৩:২৫, ৫ মার্চ ২০২৪

স্ত্রীর ভয়ে ভারতের বিমানবন্দরে ‘বোমাতঙ্ক’ ছড়িয়ে বাংলাদেশি গ্রেপ্তার

বিমানবন্দরে ‘বোমাতঙ্ক’ ছড়িয়ে বাংলাদেশি গ্রেপ্তার

বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে সোমবার (৪ মার্চ) কলকাতা থেকে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তিনি স্ত্রীর কাছে মিথ্যা বলে ধরা পড়ার ভয়ে গত ২৭ ফেব্রুয়ারি ভুয়া ই-মেইল করে দিল্লি বিমানবন্দরের বোমাতঙ্ক ছড়ান। 

এ ঘটনার জেরে তদন্ত করে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স কলকাতার নিউমার্কেটের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা

দিল্লি পুলিশ জানিয়েছে, নজরুল ইসলাম ভুয়া ই-মেইল পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গবেষণার কাজে যুক্ত রয়েছেন তিনি, এমন মিথ্যা কথা বলে ২০২৩ সালে সোনিয়া নামের ভারতের নয়াদিল্লির এক নারীকে বিয়ে করেন।

পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার সময় ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তার। মাস্টার্স শেষে ২০২০ সালে নজরুল বাংলাদেশে ফিরে আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যোগাযোগ ছিল। ২০২৩ সালের এপ্রিল মাসে বিয়েও করেন তারা।

পুলিশ আরও জানায়, বিয়ের পর থেকে নজরুলের স্ত্রী সোনিয়া তাকে বারবার যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলেন। তবে বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন নজরুল। এমনকি স্ত্রীকে জানিয়েছিলেন দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না তিনি। কলকাতায় আটকে পড়েছেন। এতেই সন্দেহ হয় সোনিয়ার।

এবি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার