ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মিগজাউমের প্রভাবে প্রবল বৃষ্টি

ডুবে গেছে চেন্নাই শহর, বিমানবন্দর অচল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ৪ ডিসেম্বর ২০২৩

ডুবে গেছে চেন্নাই শহর, বিমানবন্দর অচল

ভারতের চেন্নাই শহরে ডুবে যাওয়া রাস্তায় ছাতা মাথায় হাঁটছেন এক নারী

ঘূর্ণিঝড় মিগজাউম এখনো আছড়ে পড়েনি। তবে তার আগেই প্রবল বৃষ্টির কবলে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু। এমনকি ভারি বৃষ্টিপাতের জেরে রাজ্যটির রাজধানী চেন্নাইয়ের অনেক অংশ ডুবে গেছে।
এমনকি রানওয়ে পানিতে প্লাবিত হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে চেন্নাই বিমানবন্দর। এতে করে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বেশ কিছু প্লেন গ্রাউন্ডেড করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার আগে ঘূর্ণিঝড় মিগজাউম এখন তামিলনাড়ুর উত্তর উপকূলের আরও কাছে চলে এসেছে। এতে ভারি বৃষ্টির কারণে চেন্নাইতে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
মূলত মঙ্গলবার দুপুরের দিকে এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশ ও তামিলনাড়ুতে আছড়ে পড়ার কথা। তবে তার আগেই তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টিতে বেহাল অবস্থা চেন্নাইয়ে। তামিলনাড়ুর এই রাজধানী শহর কার্যত পানিতে ভেসে গেছে। রাস্তায় এতটাই পানি জমেছে যে, গাড়ি পর্যন্ত ডুবে যাচ্ছে।
এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ শহরের স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং লোকেদের বাড়ির ভেতরে থাকতে বলছে। তামিলনাড়ু সরকার সোমবার ছুটির দিন ঘোষণা করেছে। এছাড়া চেন্নাইয়ের রাস্তা পানিতে প্লাবিত হওয়ার বহু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এনডিটিভি বলছে, চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

×