ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সাক্ষাৎকারে ট্রাম্প

এই ভয়াবহ বিশ্ব পরিস্থিতির জন্য বাইডেন দায়ী

প্রকাশিত: ২২:৫৮, ১২ নভেম্বর ২০২৩

এই ভয়াবহ বিশ্ব পরিস্থিতির  জন্য বাইডেন দায়ী

.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফের একহাত নিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান বিশ্বের জন্য বৈশ্বিক উষ্ণায়ন নয়, বরং সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের কারণে সৃষ্টপারমাণবিক উষ্ণায়নইপ্রকৃত হুমকি। স্প্যানিশ-আমেরিকান আউটলেট ইউনিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প কথা বলেন। জো বাইডেনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের ভয়াবহ পরিস্থিতির জন্য তিনিই দায়ী। তিনি বলেন, আপনারা দেখুন তিন বছর আগে বিশ্বে ধরনের কোনো সমস্যাই ছিল না। বিশ্বে মুদ্রাস্ফীতি, ইউক্রেন ইসরাইল যুদ্ধের মতো কোনো সমস্যা ছিল না। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেমন ছিল শক্তিশালী, তেমন এর সীমান্তও যাবৎকালে সবচেয়ে সুরক্ষিত ছিল। আর এখন সব উল্টে গেছে। আমরা এই ভয়াবহ অবস্থার শেষ পরিণতি হিসেবে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভবনা আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যারা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, তারাই গত ৩শবছর যাবৎ বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে কথা বলছে। সমুদ্রের তলদেশ থেকে সমুদ্রের পানি একশভাগের একভাগ অর্থাৎ এক ইঞ্চি বেড়ে যাবে।

এতে নাকি পৃথিবী হুমকির মুখে পড়বে। তবে এটা কোনো হুমকি নয়। মানবজাতির জন্য বৈশ্বিক উষ্ণায়নের চেয়েও বড় হুমকি হলো পারমাণবিক উষ্ণায়ন। বিশ্বের এই পরিস্থিতির জন্য তিনি বাইডেনকে দায়ী করে বলেন, আমাদের যুক্তরাষ্ট্রের একজন অযোগ্য নেতা আছেন, তিনি মঞ্চ থেকে নামতে পারেন না, সিঁড়ি খুঁজে পান না। তিনি দুটি বাক্য একসঙ্গে বলতে পারেন না। এমনকি কথাও বলতে পারেন না। তবে তিনি রুশ প্রেসিডেন্ট øাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এমন আচরণ করছেন যে, এই দুই নেতা কখনোই আমাদের বলবেন না যে, তারা আমাদের পছন্দ করেন।ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হলো পারমাণবিক অস্ত্র। আমাদের এমন একজন ব্যক্তি আছেন, যিনি প্রধান সমঝোতাকারী, অথচ পারমাণবিক অস্ত্র কী তিনি তা ভালমতো জানেন না।

আরো পড়ুন  

×