ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

প্রেমিকার কামড়ের দাগ দিয়ে ট্যাটু আঁকলেন প্রেমিক

প্রকাশিত: ১১:১৪, ৫ অক্টোবর ২০২৩

প্রেমিকার কামড়ের দাগ দিয়ে ট্যাটু আঁকলেন প্রেমিক

ছবি: সংগৃহীত।

প্রেমিক-প্রেমিকা কেউ কেউ প্রবল ভালবাসা বোঝাতে নিজের রক্ত দিয়ে চিঠি লিখতেন। আজকাল প্রেমিক বা প্রেমিকাকে শুধু মনে নয়, শরীরেও চিরস্থায়ী জায়গা করে দিতে ট্যাটু করান অনেকেই। কেউ সঙ্গীর নাম খোদাই করেন শরীরে, কেউ তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ভালোবাসার চিহ্ন।

কিন্তু সম্প্রতি এক যুবক এমন এক ট্যাটু করেছেন, যা দেখে হতবাক সবাই। হাতে প্রেমিকার কামড়ের দাগ ট্যাটু করিয়ে স্থায়ী চিহ্ন এঁকে নিয়েছেন তিনি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন :দুদকে হাজির ড. ইউনূস, চলছে জিজ্ঞাসাবাদ

ভিডিওর শুরুতে দেখা যায়, প্রেমিকা তার প্রেমিকের হাতে সজোরে কামড় বসালেন। ব্যাথায় মুখ ঘুরিয়ে নিলেও তা দ্রুতই সামলে নেন প্রেমিক। ভালোবাসার মানুষের ‘লাভ বাইট’ বলে কথা!

তারপরেই এক ট্যাটু আর্টিস্টকে দেখা যায় কলম দিয়ে সেই দাঁতের দাগের চিহ্ন অস্থায়ীভাবে এঁকে নিচ্ছেন। তারপর ট্যাটুর সুচে কালি ভরে স্থায়ী চিহ্ন এঁকে দেন শিল্পী।

দাঁতের সেই দাগের নিচেই ইংরেজিতে লেখা পেরু এবং ১৬.৯.২০২৩ তারিখ। ধারণা করা হয়, ঘটনাটি গত ১৬ সেপ্টেম্বর পেরুতে ঘটেছে।

স্কাই ট্যাটু নামে একটি ট্যাটু পার্লারের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ভিডিওটি, যা এরই মধ্যে কয়েক লাখ মানুষ দেখেছেন।

নেটিজেনদের অনেকেই প্রেমের এমন অদ্ভুত নির্দশন দেখে হতবাক। যদিও কেউ কেউ মজাও পেয়েছেন।

একজন কৌতুক করে লিখেছেন, ভাই, আজ তোমাকে ১৪টি ইনজেকশন নিতে হবে।

সূত্র: দ্য ওয়াল, এনডিটিভি
 

টিএস

×