
বনভোজন অনুষ্ঠিত।
মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও অর্থের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেসে টাংগাইল প্রবাসী বাংলাদেশি সোসাইটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) লস এন্জেলেস ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত টাংগাইল প্রবাসী বাংলাদেশি সোসাইটির সদস্য ও তাদের বন্ধু-স্বজনদের নিয়ে আয়োজন করা হয় এই বনভোজন।
দিনব্যাপী পার্কের খোলা মাঠে খেলাধুলা, খাবার-দাবার ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগতরা। সংগঠনের সভাপতি দেলজুর, সিনিয়ার সহ-সভাপতি শিশির, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেসের (বালা) প্রাক্তন সভাপতি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ মুরাদ সহ সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস (বালা) এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) সভাপতি জিয়া ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ক্যালিফোর্নিয়া শাখার বর্তমান সভাপতি মো. জিল্লুর রহমান নিরু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ক্যালিফোর্নিয়া শাখার নিরবাচিত সভাপতি শহিদ আহম্মেদ মিঠু, গ্রীষ্ম বরণ উৎসব অরেন্জ কাউন্টি এর সভাপতি ও বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেসের (বাফলা) সাংগঠনিক সম্পাদক রফিকুল হক রাজু, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস (বালা) সহ সভাপতি সুলতান সারিকার বাবু, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস (বালা) সাংগঠনিক সম্পাদক আহতাসমুল হক শ্যামল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটি ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক গোলাম মউলা বাবুল, সমাজ সেবক বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস (বালা) প্রক্তন সহ সভাপতি মাকসুদা ইয়াসমিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম হাসান