ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হাতে হামাস কর্মী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৩

পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হাতে হামাস কর্মী নিহত 

ইসরাইলি সৈন্যদের গুলিতে নিহত মোহাম্মদ আবু আসাবের শাহাদাত বার্ষিকীতে ফিলিস্তিনি যোদ্ধারা

অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সন্ধ্যায় ইসরাইলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি কর্মী এবং হামাস আন্দোলনের সদস্য নিহত হয়েছেন। একাধিক সূত্র এই কথা জানিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের আল-বিরহে দখলদার বাহিনীর ছোড়া গুলির আঘাতে মোহাম্মাদ জিব্রিল রুমানেহ মারাত্মকভাবে আহত হওয়ার পর মারা যান। খবর এএফপির।
বিবৃতিতে আরও বলা হয়, সেখানে সংঘর্ষে দ্বিতীয় এক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। তবে তার বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। হামাসের দেওয়া বিবৃতিতে রুমানেহকে তাদের সংগঠনের একজন সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়। সাগোট বসতির কাছে জনগণের স্বাধীনতা রক্ষার লড়াইয়ের সময় তিনি ‘শহীদ’ হন।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ‘হামলাকারীরা আল-বিরহের পার্শ্ববর্তী এলাকা সাগোটের ইহুদি বসতি সংলগ্ন একটি সামরিক ফাঁড়িতে ককটেল ছুড়ে মারে।
তারা আরও জানায়, ‘সৈন্যরা সন্দেহভাজনদের শনাক্ত করে সরাসরি গুলি করে। এতে দুই হামলাকারী গুলিবিদ্ধ হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।’
এই বিষয়ে এএফপির পক্ষ থেকে জানতে চাইলে দুজনের মধ্যে একজন মারা গেছে সেনা মুখপাত্র এমনটা নিশ্চিত করেননি, যেমনটা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস ঘোষণা করেছে।
খবরে বলা হয়, ইসরাইল ফিলিস্তিন সংঘাতের ফলে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ফিলিস্তিনের কমপক্ষে ২৪২, ইসরাইলের ৩২, ইউক্রেন ও ইতালির একজন করে নাগরিক নিহত হন।

আরো পড়ুন  

×