
ক্রিস লিচটক্রিস
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) পদ ছেড়েছেন। ক্রিস লিচটক্রিসের পদত্যাগ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বুধবার ঘোষণা করে সংবাদ নেটওয়ার্কটির মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আপাতত সিএনএনকে নেতৃত্ব দেওয়ার জন্য মালিকানা কোম্পানি একটি অন্তর্বর্তী দল নিযুক্ত করেছে। সংবাদমাধ্যমটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যামি এনটেলিস, ভার্জিনিয়া মোসেলি, এরিক শার্লিং ও চিফ অপারেটিং অফিসার ডেভিড লেভি এখন অন্তর্বর্তী ভিত্তিতে সিএনএনের নেতৃত্ব দেবেন। -সিএনএন