ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরান সীমান্তে হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

প্রকাশিত: ১০:২৯, ২ এপ্রিল ২০২৩

ইরান সীমান্তে হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

ইরান সীমান্ত

ইরান সীমান্তে টহলরত পাকিস্তানের চার সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে টহলরত তাদের চার সেনাকে হত্যা করেছে ইরানের হামলাকারীরা। 

ওই বিবৃতিতে জানানো হয়েছে, কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে একটি নিয়মিত সীমান্ত টহলে অংশ নেওয়া সেনা সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে চার সেনা সদস্য প্রাণ হারান। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ইরানে পরিচালিত একদল সন্ত্রাসী পাকিস্তান-ইরান সীমান্তে টহলরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে।

এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিহত সেনা সদস্যদের পরিচয় পাওয়া গেছে। তার হলেন শের আহমেদ, মুহাম্মদ আসগর, মুহাম্মদ ইরফান ও আবদুর রশিদ হিসেবে।

পাকিস্তান এবং ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি (৫৬২ মাইল) সীমান্ত। অতীতেও এ ধরনের বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।

গত জানুয়ারিতে বেলুচিস্তানে ইরান সীমান্তে চার নিরাপত্তা কর্মকর্তার হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

খবর আল জাজিরার।

টিএস

×