ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তুরস্কে ভারী বৃষ্টিতে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে

প্রকাশিত: ১২:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ভারী বৃষ্টিতে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে

তুরস্কে ভূমিকম্প

তুরস্কে ভারী বৃষ্টি ও তুষারপাতে ভয়াবহ ভূমিকম্পে জীবিত ব্যক্তিদের খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে এবং উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে ভারী বৃষ্টি ও তুষারপাতের সঙ্গে লড়াই করছেন উদ্ধারকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলগুলো জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এদিকে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নিহতের সংখ্যা মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৩০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন কয়েক হাজার।

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। 
 

টিএস

×