ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পে নিহতের ঘটনায় মার্কিন ও চীনের প্রেসিডেন্টের শোকবার্তা

প্রকাশিত: ১০:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ভূমিকম্পে নিহতের ঘটনায় মার্কিন ও চীনের প্রেসিডেন্টের শোকবার্তা

জো বাইডেন এবং শি জিনপিং 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তুরস্ক-সিরিয়ার সীমান্তে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জানিয়েছেন। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শোকবার্তা পাঠিয়েছেন। শি জিনপিং বলেছেন, তিনি এতো বেশি মানুষ হতাহতের বিষয়ে জানতে পেরে মর্মাহত। শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।এদিকে, চীনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, তারা তুরস্ক ও সিরিয়ার সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্টকে ফোন করেন। এসময় তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

পরে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেন ‘এই ট্র্যাজেডির প্রতিক্রিয়ায় আমাদের ন্যাটো মিত্র তুর্কিকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।’

বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। 

সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ভেঙে পড়েছে প্রায় ২ হাজারের মতো ভবন। এখনও ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। 

সূত্র: আল-জাজিরা

টিএস

×