
গুলিতে আহত স্বাস্থ্যমন্ত্রী।
ভারতের উড়িষ্যার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নব কিশোর দাসকে গুলি করেছেন এক পুলিশ কর্মকর্তা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ জানুয়ারি) রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে এ ঘটনা ঘটে। গুলির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
গান্ধী চকে এক পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী। এ সময় গাড়ির থেকে নামার সময় তাকে লক্ষ্য করে দুইবার গুলি চালান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাস। গুলির পরেই মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্রজরাজনগরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই বলেন, ঘটনার পরে জনগণ অভিযুক্তকে আটক করে। তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত পুলিশকে নেয়া হয়েছে পুলিশি হেফাজতে।
এমএম